kalerkantho


হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আটজন আহত

কালের কণ্ঠ অনলাইন   

৯ সেপ্টেম্বর, ২০১৬ ০৯:৪৬হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আটজন আহত

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ গোলচত্বরে সেনা সদস্য বহনকারী পিকআপের সঙ্গে মালবোঝাই ট্রাকের সংঘর্ষে সেনা কর্মকর্তার স্ত্রীসহ আটজন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় একজনকে সিলেট ও চারজনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা জানান, ঢাকা থেকে সেনা সদস্যদের বহনকারী একটি পিকআপ সিলেট ক্যান্টনমেন্টের উদ্দেশে রওনা হয়। ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ গোলচত্বরে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রাকের (মৌলভীবাজার-ট-১১-০০০১) সঙ্গে পিকআপের সংঘর্ষ হয়। এতে সেনা বহনকারী গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়।

খবর পেয়ে জেলা প্রশাসক সাবিনা আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এমরান হোসেন, সিভিল সার্জন দেবপদ রায় হাসপাতালে ছুটে যান। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি সৈয়দ জাকির হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


মন্তব্য