আশুলিয়ায় যাত্রীবাহী বাস চাপায় রিপন মিয়া নামের (৩০) একজন পোশাক শ্রমিক নিহত হয়েছেন। বুধবার রাতে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার জিরাবো বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ওই পোশাক শ্রমিক বগুড়া জেলার সোনাতলা থানার হাসরাজ গ্রামের হাবিবুর সরকারের ছেলে।
পুলিশ জানায়, রাতে নিজ কর্মস্থল সিলভার গার্মেন্ট লিমিটেডের অপারেটর রিপন ছুটির পরে জিরাবো বাসস্ট্যান্ডে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস রিপনকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে তাকে স্থানীয়রা মুমুর্ষূ অবস্থায় উদ্ধার করে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে ভর্তি করলে বৃহস্পতিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় ওই শ্রমিকের মৃত্যু হয়। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
যাত্রীবাহী বাস চাপায় শ্রমিক নিহত হওয়ার বিষয়টি নিশিচত করেছেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মহাসিনুল কাদির।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের