kalerkantho


কুমার নদে গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর    

৮ সেপ্টেম্বর, ২০১৬ ১৬:১৭কুমার নদে গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

ফরিদপুর শহরের কুমার নদে ডুবে নাজমুস সাকিব নামে স্ট্যাম্পফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যু হয়েছে। তিনি রাজধানী ঢাকার স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ও জনতা ব্যাংক, ফরিদপুর বিভাগীয় কার্যালয়ের এফভিপি আনিসুর রহমান নূরুর ছেলে। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের পশ্চিম আলীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ দুপুর ১টার দিকে সাকিব কোরবানির জন্য কেনা গরুকে বাড়ির পাশের কুমার নদে গোসল করান। পরে নিজে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যান। খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে নদ থেকে মুমূর্ষু অবস্থায় সাকিবকে উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফরিদপুর কোতোয়ালি থানার এসআই শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


মন্তব্য