kalerkantho


ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট

কালের কণ্ঠ অনলাইন   

৮ সেপ্টেম্বর, ২০১৬ ১০:৩১ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। প্রায় ৭০ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের কবলে পড়েছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা। এতে কোরবানি পশুবাহী ট্রাক ও পণ্যবাহী ট্রাক আটকা পরে কাঁচামাল নষ্ট হয়ে যাচ্ছে। আজ বৃহস্পতিবার মহাসড়কের বিভিন্ন পয়েন্টে এ দৃশ্য দেখা যায়। পরিবহন শ্রমিক ও পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার দিবাগত রাত থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও বঙ্গবন্ধু সেতু জাতীয় মহাসড়কে যানজটের সৃষ্ট হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যার পর থেকে অতিরিক্ত যানবাহনের চাপের কারণে মহাসড়কের বিভিন্ন জায়গায় থেমে থেমে যানজট লাগে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের গতি একেবারেই কমে আসে। রাত ৩টার দিকে বাওইখলা এলাকায় একটি লরির সঙ্গে ট্রাকের ধাক্কা লাগে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, মহাসড়কের কুর্নি, শুভল্যা, ধেরুয়া এলাকায় কয়েকটি যানবাহন বিকল হয়ে পড়ে আছে। এতে যানজট বেড়েছে। এতে কেউ হতাহত হয়নি। তবে লরিটি বিকল হয়ে পড়ে থাকায় ওই এলাকায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে রেকার দিয়ে লরিটি সরানো হয়।

 


মন্তব্য