kalerkantho


রংপুরে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

কালের কণ্ঠ অনলাইন   

৭ সেপ্টেম্বর, ২০১৬ ১৯:১৮রংপুরে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

রংপুর-বদরগঞ্জ সড়কের লাহিড়ীরহাট নামক স্থানে যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১৭ জন। আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রংপুর সদর উপজেলার দক্ষিণ মমিনপুর বালিয়াপাড়া গ্রামের নিজাম উদ্দীনের ছেলে নরুল ইসলাম (৪৮) ও একই গ্রামের অফিল উদ্দিনের ছেলে জহিরুল ইসলাম (৪৩)।

এ ব্যাপারে বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতারুজ্জামান প্রধান জানান, বদরগঞ্জ থেকে ছেড়ে আসা রংপুরগামী একটি যাত্রীবাহী বাস ও রংপুর থেকে ছেড়ে আসা ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 
দুজন মারা যায়।

রংপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) এ বি এম জাহিদুল ইসলাম জানান, গুরুতর আহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
 


মন্তব্য