kalerkantho


টেকনাফে সাড়ে ৮ হাজার ইয়াবাসহ ২ নারী আটক

কালের কণ্ঠ অনলাইন   

৭ সেপ্টেম্বর, ২০১৬ ১৪:৩০টেকনাফে সাড়ে ৮ হাজার ইয়াবাসহ ২ নারী আটক

টেকনাফে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই নারীকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার রাতে টেকনাফ-কক্সবাজার সড়কের লেদা এলাকায় একটি সিএনজি ট্যাক্সিতে তল্লাশি চালিয়ে দুজনকে আটক করা হয়।
 
আটকরা হলেন- কক্সবাজার সদর উপজেলার খুরুলিয়া এলাকার জাহাঙ্গীর আলম বাদশার স্ত্রী নাসিমা আকতার (১৮) ও মুসলিম উদ্দিনের স্ত্রী জাহেদা আকতার তানিয়া (১৩)।
 
বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। এসময় দুজনের কাছে ৮ হাজার ৫১৬ পিস ইয়াবা পাওয়া যায়।

 


মন্তব্য