kalerkantho

সোমবার । ৫ ডিসেম্বর ২০১৬। ২১ অগ্রহায়ণ ১৪২৩। ৪ রবিউল আউয়াল ১৪৩৮।


মুন্সীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে তেলের দোকানে লঞ্চ, আহত ২

মুন্সীগঞ্জ প্রতিনিধি    

৭ সেপ্টেম্বর, ২০১৬ ০৯:৩৮মুন্সীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে তেলের দোকানে লঞ্চ, আহত ২

মুন্সীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে এমভি মর্নিং সান ৫ নামের একটি যাত্রীবাহী লঞ্চ তেলের দোকানের উপর উঠিয়ে দেওয়ায় অন্তত দুইজন আহত হয়েছেন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার রাতে মুন্সীগঞ্জ লঞ্চঘাটের কাছে এ দুর্ঘটনা ঘটে।

লঞ্চটি ঢাকার সদরঘাট থেকে ছেড়ে আসে। মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ভিড়বার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী সুমাইয়া এন্টারপ্রাইজ নামের একটি তেলের দোকানের উপর উঠিয়ে দেয়।  

দোকান মালিক মো শাহজালাল ভূঁইয়া জানান, তার টিনকাঠের দোকানটি ভেঙে গেছে। দোকানের এতর দুই ড্রাম মবিল এবং ২০ ব্যারেল তেল ছিল। দোকান ভেঙে পড়ে যাওয়ায় ভেতর থেকে তেল বের হচ্ছিল। আনুমানিক পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

সদর থানার এসআই মো বাশার জানান, লঞ্চটি ব্রেক ফেইল করে ঘাটের পার্শ্ববর্তী দোকানটিকে আঘাত করে। পরে লঞ্চ মালিকের সঙ্গে কথা হওয়ার পর যাত্রীবোঝাই লঞ্চটিকে ছেড়ে দেওয়া হয়। লঞ্চ মালিক আজ বুধবার দোকান মালিকের সঙ্গে সমঝোতার ভিত্তিতে ক্ষতিপূরণ দেবেন বলে জানান তিনি।


মন্তব্য