kalerkantho


শিবগঞ্জে ৭০ কেজি গাঁজা উদ্ধার

আঞ্চলিক প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ   

৬ সেপ্টেম্বর, ২০১৬ ১৭:৫১শিবগঞ্জে ৭০ কেজি গাঁজা উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাঁজার একটি বড় চালান জব্দ করেছে শিবগঞ্জ থানা পুলিশ। গতকাল সোমবার গভীর রাতে উপজেলার শ্যামপুর ইউনিয়নের বাজিতপুর বাহাদুরমোন্নাটোলা গ্রামের মৃত কয়েশ উদ্দিনের ছেলে মোঃ জিন্নাত আলীর (৪৫) বাড়ি থেকে ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। 

এ ব্যাপারে শিবগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক নূরে আলম সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিক্তিতে পুলিশ খবর পেয়ে জিন্নাত আলির বাড়িতে তল্লাশি চালিয়ে আমরা ৭০ কেজি গাঁজা উদ্ধার করি। তবে চোরাকারবারির মূল হোতা জিন্নাত আলী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।


মন্তব্য