kalerkantho

রবিবার । ১৯ ফেব্রুয়ারি ২০১৭ । ৭ ফাল্গুন ১৪২৩। ২১ জমাদিউল আউয়াল ১৪৩৮।


সালথায় গৃহবধূকে হত্যা, আটক ১

কালের কণ্ঠ অনলাইন   

৬ সেপ্টেম্বর, ২০১৬ ১৫:০২সালথায় গৃহবধূকে হত্যা, আটক ১

ফরিদপুরের সালথায় রেশমা বেগম (২২) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। এই ঘটনায় জিজ্ঞাবাদের জন্য নিহতের ভাসুরের ছেলেকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে নিহতের বাড়ির সামনের ধানক্ষেত থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রেশমা উপজেলার গট্টি ইউনিয়নের কানাইর গ্রামের মো. জালাল শেখের স্ত্রী ও প্রতিবেশী সোবহান মোল্যার মেয়ে।
 
নিহতের দাদি ফজরুন নেছা বলেন, গত দুই বছর আগে রেশমাকে প্রতিবেশী মাছিম শেখের ছেলে জালাল শেখের সঙ্গে বিয়ে দেওয়া হয়। বিয়ের পর ওদের সংসার ভালো চলছিল। রেশমার স্বামী ঢাকায় চাকরি করেন। রেশমার সঙ্গে তার ভাসুর লাল মিয়ার ছেলে সাব্বিরের পারিবারিক দ্বন্দ্ব চলে আসছিল।

সালথা থানার ওসি ডি এম বেলায়েত হোসেন বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে রেশমাকে জবাই করে হত্যার পর হাত ও পায়ের রগ কাটা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য সাব্বিরকে আটক করা হয়েছে বলে জানান ওসি।

 


মন্তব্য