kalerkantho


বিলে সেচ পাম্পের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু

কালের কণ্ঠ অনলাইন   

৬ সেপ্টেম্বর, ২০১৬ ১৩:২৫বিলে সেচ পাম্পের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় বিলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন একজন। নিহতরা হলেন উপজেলার বিভীষণ গ্রামের আসাদুল হক (২২), বাশির আলী (১৮) ও মনিরুল ইসলাম (১৮)। আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
 
জানা গেছে, সোমবার রাত ১১টার দিকে উপজেলার বিভীষণ গ্রামের কয়েকজন পাথার বিলে মাছ ধরতে যায়। এ সময় বন্যায় ডুবে যাওয়া সেচ দেওয়ার গভীর নলকূপের (বিদ্যুতের প্রধান সঞ্চালন লাইনে সংযুক্ত) তারে ওই তিনজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। রাধানগর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহগুলো স্বজনরা উদ্ধার করেছে।

 


মন্তব্য