kalerkantho

বৃহস্পতিবার । ৮ ডিসেম্বর ২০১৬। ২৪ অগ্রহায়ণ ১৪২৩। ৭ রবিউল আউয়াল ১৪৩৮।


টাঙ্গাইলে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু

কালের কণ্ঠ অনলাইন   

৫ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:৪০টাঙ্গাইলে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু

টাঙ্গাইলে ডোবার পানিতে ডুবে মারিয়া (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে ভূঞাপুর উপজেলার কষ্টাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মারিয়া ভুঞাপুরের কষ্টাপাড়া গ্রামের আছার উদ্দীনের মেয়ে।

গোবিন্দাসী ইউপি চেয়ারম্যান বাবলু জানান, মারিয়া ও স্পর্শ নামে দুই শিশু বাড়ির আঙ্গিনায় খেলছিল। এক পর্যায়ে মারিয়া বাড়ির পার্শ্ববর্তী ডোবায় ডুবে যায়। এ সময় স্পর্শ বাড়িতে এসে খবর দিলে স্বজনরা তাকে উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভূঞাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. জাহিদুজ্জামান জুয়েল জানান, শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।


মন্তব্য