চট্টগ্রাম মহানগরীর বন্দর থানা এলাকা থেকে কোটি টাকা মূল্যের হেরোইন উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে পুলিশের হেফাজতে থাকা একটি ট্রাকে বিশেষভাবে তৈরি কেবিনের ভেতর থেকে এ হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের পরিমাণ এক কেজি।
এ ব্যাপারে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন সেলিম জানান, বন্দর থানা এলাকা থেকে আট দিন আগে র্যাব ৬ হাজার বোতল ফেনসিডিলসহ একটি ট্রাক আটক করে থানায় জমা দেয়। ট্রাকে যে আরও মাদকদ্রব্য রয়েছে তা আমরা জানতাম না। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, ট্রাকের ভেতর মাদকদ্রব্য রয়েছে। সোমবার বেলা সাড়ে ৩টার দিকে তল্লাশি চালিয়ে ট্রাকের ভেতর থেকে হেরোইন উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি বলে জানান তিনি।
এদিকে র্যাব-৭ এর সহকারী পরিচালক চন্দন দেবনাথ জানান, আমাদের আটক করা ট্রাক থেকে হেরোইন উদ্ধারের বিষয়টি জানা নেই। তবে ১০-১২ দিন আগে বন্দর এলাকা থেকে ফেনসিডিলসহ একটি ট্রাক আমরা আটক করেছিলাম। পরে মামলা রুজুর পর ওই ট্রাকটি পুলিশের হেফাজতে ছিল।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের