kalerkantho

রবিবার । ১১ ডিসেম্বর ২০১৬। ২৭ অগ্রহায়ণ ১৪২৩। ১০ রবিউল আউয়াল ১৪৩৮।


শেরপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ৭ লাখ টাকা ভাতা বিতরণ

শেরপুর প্রতিনিধি    

৫ সেপ্টেম্বর, ২০১৬ ১৯:০৮শেরপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ৭ লাখ টাকা ভাতা বিতরণ

শেরপুরে ৮৮ প্রতিবন্ধী শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয়েছে ভাতার ৭ লাখ ২১ হাজার ২০০ টাকা। সামাজিক নিরাপত্তা বেস্টনীর আওতায় সমাজসেবা অধিদপ্তর এসব ভাতা প্রদান করে।

 

আজ সোমবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আনুষ্ঠানিকভাবে এসব ভাতার টাকার চেক তুলে দেন জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক এ আর এম ওয়াহেদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এটি এম জিয়াউল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার নুরুল ইসলাম হীরু, চেম্বার সভাপতি আলহাজ্ব মো. মাসুদ, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার।

এ ব্যাপারে শহর সমাজসেবা অফিসার মো. বেলায়েত হোসেন জানান, ২০১৫-১৬ অর্থবছরের আওতায় জেলায় প্রাথমিক পর্যায়ের প্রতিজন প্রতিবন্ধী শিক্ষার্থীকে মাসিক ৫০০ টাকা হারে ৩৭ জনকে ২ লক্ষ ২২ হাজার টাকা, মাধ্যমিক পর্যায়ের প্রতিজন প্রতিবন্ধী শিক্ষার্থীকে মাসিক ৬০০ টাকা হারে ১৬ জনকে ১ লক্ষ ১৫ হাজার ২০০ টাকা, উচ্চ মাধমিক পর্যায়ের প্রতিজন প্রতিবন্ধী শিক্ষার্থীকে মাসিক ৭০০ টাকা হারে ২০ জনকে ১ লক্ষ ৬৮ হাজার টাকা ও উচ্চ শিক্ষা পর্যায়ের প্রতিজন প্রতিবন্ধী শিক্ষার্থীকে মাসিক এক হাজার ২০০ টাকা হারে ১৫ জনকে ২ লক্ষ ১৬ হাজার টাকার চেক প্রদান করা হয়।


মন্তব্য