kalerkantho


দিনাজপুরে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচরের দাফন সম্পন্ন

দিনাজপুর প্রতিনিধি    

৫ সেপ্টেম্বর, ২০১৬ ১৮:৪৭দিনাজপুরে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচরের দাফন সম্পন্ন

সব শ্রেণির মানুষের শ্রদ্ধাঞ্জলি এবং দুই দফা জানাজা শেষে আজ সোমবার দুপুরে দিনাজপুর জেলা সদরের গ্রামের বাড়ী জালালপুরের পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়েছে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর এবং সংবিধান প্রণয়ন কমিটির সদস্য সাবেক এমপি এ্যাডভোকেট আব্দুর রহিমকে। এর আগে তাকে গার্ড অব অনার প্রদান করে মুক্তিযোদ্ধাসহ পুলিশ বাহিনীর চৌকষ দল।
 
আজ সোমবার সকাল ১০টায় দিনাজপুরের বড় মাঠের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে তাকে ফুলেল শ্রদ্ধা জানায় সব শ্রেণি- পেশারসহ সাধারণ মানুষেরা। এরপরে ১১টায় গোর শহীদ (বড়) ময়দানে অনুষ্ঠিত জানাজায় অংশ নেয় প্রায় অর্ধ লক্ষ মানুষ।
 
এর আগে গার্ড অব অনার প্রদান করা হয় মরদেহকে। এ সময় মরহুম বাবার জন্য দোয়া চান বড় ছেলে আন্তর্জাতিক অপরাধ (যুদ্ধপরাধ) ট্র্যাইবুন্যাল আদালত ১-এর সাবেক চেয়ারম্যান বিচারপতি এনায়েতুর রহিম। সে সময় উপস্থিত ছিলেন মরহুমের এবং জাতীয় সংসদের হুইপ কনিষ্ঠ ছেলে ইকবালুর রহিম, প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি এবং খালিদ মাহমুদ চৌধুরী এমপিসহ অন্যান্যরা। 

এছাড়া দুপুর ২টায় আরেক দফা জানাজা শেষে জালালপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। 

উল্লেখ্য, আগামী বুধবার দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে স্টেশন ক্লাবে।


মন্তব্য