kalerkantho


মুরাদনগরে দুস্থ পরিবহন শ্রমিকদের মাঝে অর্থ বিতরণ

   

৫ সেপ্টেম্বর, ২০১৬ ১৫:৫৯মুরাদনগরে দুস্থ পরিবহন শ্রমিকদের মাঝে অর্থ বিতরণ

কুমিল্লা জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ শাখার অন্তর্ভুক্ত শ্রমিক ও নিহত শ্রমিকদের পবিবারে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। আজ সোমবার সকালে কোম্পানীগঞ্জ পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এ অর্থ প্রদান করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ও কোম্পানীগঞ্জ শাখার সভাপতি মো.  হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদনগর থানার এসআই আনোয়ার হোসেন, পরিবহন শ্রমিক ইউনিয়নের কোম্পানীগঞ্জ শাখার সাধারণ সম্পাদক নসু মিয়া, বশির সরকার, মজিবুর রহমান, আব্দুর রহিম প্রমুখ। এ সময় এক লাখ ৩২ হাজার টাকা ৬২ জন শ্রমিক পরিবারে বিতরণ করা হয়।

 

 


মন্তব্য