kalerkantho


বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের শাহাদতবার্ষিকী পালিত

নড়াইল প্রতিনিধি    

৫ সেপ্টেম্বর, ২০১৬ ১৪:১৮বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের শাহাদতবার্ষিকী পালিত

নড়াইলে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত হয়েছে। জেলা প্রশাসন ও বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ শেখ ট্রাস্টের আয়োজনে আজ সোমবার সকাল সাড়ে ৮টায় একটি র‍্যালি বের করা হয়। পরে তাঁর নিজ বাড়ি নূর মোহাম্মদ নগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। তাঁকে পুলিশের পক্ষ থেকে স্বশ্রদ্ধ সালাম দেওয়া হয়।  

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. হেলাল মাহমুদ শরীফ, জেলা পরিষদের প্রশাসক সুবাস চন্দ্র বোস, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, নড়াইল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাছিমা খাতুন, বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ শেখ ট্রাস্টি বোর্ডের সদস্য মোল্লা কওছার উদ্দিন, কাজী হাফিজুর রহমান, বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরদার আব্দুল মজিদ, কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এর আগে সকালে নড়াইলে বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ শেখ স্মৃতি পাঠাগারে কোরআনখানি অনুষ্ঠিত হয়।

 


মন্তব্য