kalerkantho


মেঘনায় কোস্ট গার্ডের অভিযানে ৬ কোটি টাকা মূল্যের অবৈধ জাল জব্দ

ভোলা প্রতিনিধি   

৪ সেপ্টেম্বর, ২০১৬ ১৫:৫১মেঘনায় কোস্ট গার্ডের অভিযানে ৬ কোটি টাকা মূল্যের অবৈধ জাল জব্দ

ভোলার লালমোহনের মেঘনা নদীতে রবিবার দুপুরে অভিযান চালিয়ে ১৬ লাখ ৮০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করেছে কোস্ট গার্ড। জব্দকৃত জালের মূল্য প্রায় ছয় কোটি টাকা।

কোস্ট গার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার লে. নাজিউর জানান, কোস্ট গার্ড দক্ষিণ জোনের একটি দল রবিবার দুপুরে লালমোহন উপজেলার মেঘনা নদীতে অভিযান চালায়। এ সময় বিভিন্ন অবৈধ ১৬ লাখ ৮০ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে। তিনি আরো জানান, জব্দকৃত জালের মূল্য পাঁচ কোটি ৮৮ লাখ টাকা। জব্দকৃত জাল আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। 


মন্তব্য