kalerkantho


হিলিতে বিস্ফোরক দ্রব্য উদ্ধার

কালের কণ্ঠ অনলাইন   

৪ সেপ্টেম্বর, ২০১৬ ১২:৪৪হিলিতে বিস্ফোরক দ্রব্য উদ্ধার

দিনাজপুরের হিলি সীমান্তে পৃথক দুটি অভিযানে ৪৯৮ কেজি সালফার পাউডার ও ২৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রবিবার ভোরে সীমান্তের চেংগ্রাম ও নওপাড়া মাঠ থেকে এসব মালামাল উদ্ধার করা হয়। হিলির বিজিবি বাসুদেবপুর ক্যাম্প কমান্ডার সুবেদার রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ভোরে সীমান্তের চেংগ্রাম এলাকায় অভিযান চালানো হয়। এ সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে চেংগ্রাম মাঠে মালামাল ফেলে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ১০টি বস্তার ভেতর থেকে ৪৯৮ কেজি সালফার পাউডার উদ্ধার করা হয়। এসবের আনুমানিক মূল্য ২৪ লাখ ৯০ হাজার টাকা। এ ছাড়া সীমান্তের নওপাড়া মাঠ এলাকায় অভিযান চালিয়ে ২৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এর আনুমানিক মূল্য ১ লাখ ৮ হাজার টাকা। উদ্ধারকৃত মালামালগুলো হিলি শুল্ক গুদামে জমা দেওয়া হবে।

 


মন্তব্য