kalerkantho


মীর কাসেমের ফাঁসি কার্যকর : ফরিদপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

৪ সেপ্টেম্বর, ২০১৬ ১২:৪০মীর কাসেমের ফাঁসি কার্যকর : ফরিদপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

মানবতাবিরোধী অপরাধের দায়ে একাত্তরের আলবদর ও জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসির দণ্ড কার্যকর হওয়ায় ফরিদপুরে শহর আওয়ামী লীগের উদ্যোগে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

আজ রবিবার দুপুর ১২টার দিকে শহরের থানা রোডের আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে একটি আনন্দ মিছিল বের করে। মিছিলে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী অংশ নেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে ফরিদপুর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন শহর আওয়ামী লীগের সভাপতি খন্দকার নাজমুল ইসলাম লেভী, মাইনুদ্দীন আহমেদ মানু, শামসুল আলম চৌধুরী, আবু নাঈম, অ্যাডভোকেট জাহিদ বেপারী, নিশাত মাহমুদ শামীম, অনিমেষ রায় প্রমুখ।

বক্তারা বলেন, একাত্তরের পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী বদর ও জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসির দণ্ড কার্যকরের মধ্য দিয়ে জাতি কলঙ্কমুক্ত হয়েছে। পরে নেতাকর্মীরা একে অন্যের মুখে মিষ্টি তুলে দেন।


মন্তব্য