kalerkantho


বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের ১০ চিকিৎসককে কারণ দর্শাও নোটিস

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

৩ সেপ্টেম্বর, ২০১৬ ১৯:৪৫বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের ১০ চিকিৎসককে কারণ দর্শাও নোটিস

সময়সূচি অনুযায়ী কেন্দ্রে হাজির না থাকায় ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের ১০ চিকিৎসককে কারণ দর্শাও নোটিস দেওয়া হচ্ছে। আগামীকাল রবিবার এ কারণ দর্শাও নোটিস দেওয়া হতে পারে।

জানা গেছে, আজ শনিবার সকাল সোয়া আটটার দিকে ফরিদপুরের সিভিল সার্জন ডা.অরুণ কাম্ড়ি বিশ্বাস ওই স্বাস্থ্য কেন্দ্রে আকস্মিক পরিদর্শনে গিয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ ১০ চিকিৎসকের কাউকে সেখানে উপস্থিত পাননি। শুধু তৃতীয় ও চতুর্থ শ্রেণির তিন কর্মচারীকে তিনি স্বাস্থ্যকেন্দ্রে উপস্থিত দেখতে পেয়েছেন। স্বাস্থ্যকেন্দ্রের সময়সূচি অনুযায়ী কোনো চিকিৎসককে উপস্থিত না পেয়ে সিভিল সার্জন ডা.অরুণ হাজিরা খাতায় অনুপস্থিত লিখে স্বাক্ষর করে তাদের বিরুদ্ধে কারণ দর্শাও নোটিস দেওয়ার কথা বলেন।

দেরিতে স্বাস্থ্যকেন্দ্রের আসার কথা স্বীকার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তাপস বিশ্বাস বলেন, ভবিষ্যতে সবাইকে সময়সূচি অনুযায়ী আসার জন্য কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।


মন্তব্য