kalerkantho


সাভার কলেজে জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, সাভার (ঢাকা)   

৩ সেপ্টেম্বর, ২০১৬ ১৯:০১সাভার কলেজে জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী সমাবেশ

শিক্ষা মন্ত্রণালয়ের আহবানে সাভার সরকারি কলেজে জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপ্রধানের দায়িত্ব পালন করেন কলেজের অধ্যক্ষ ইলিয়াস খান।

আলোচনা সভায় জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন করে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। বক্তারা জঙ্গিবাদ ও সন্ত্রাসকে সামাজিক ব্যধি হিসেবে চিহ্নিত করে নৈতিক শিক্ষা ও মুক্তিযুদ্ধের আদর্শকে ছড়িয়ে দিতে সবার প্রতি আহবান জানান। একই সাথে পরিবারগুলোতে সামাজিক বন্ধন দৃঢ় করার উপরও গুরুত্ব আরোপ করেন।

সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান, ঢাকা জেলা পরিষদের প্রশাসক মিসেস হাসিনা দৌলা, সাভার পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল গণি। এছাড়াও কলেজের শিক্ষকবৃন্দ,  মাধ্যমিক শিক্ষা অফিসার, কলেজ মসজিদের ইমাম, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, অভিভাবক, সাধারণ শিক্ষার্থী আলোচনায় অংশগ্রহণ করেন।


মন্তব্য