kalerkantho


ঝালকাঠিতে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত

ঝালকাঠি প্রতিনিধি    

৩ সেপ্টেম্বর, ২০১৬ ১৬:০০ঝালকাঠিতে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নবম কারামুক্তি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার সকাল ১১টায় শহরের ফায়ারসার্ভিস সড়কে অবস্থিত জেলা বিএনপি কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়।

ঝালকাঠি জেলা বিএনপি এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। এতে  বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মন্টুর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পী, যুব বিষয়ক সম্পাদক রবিউল হোসেন তুহিন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফয়সাল আহম্মেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দ্বীন ইসলাম, যুগ্ম আহ্বায়ক বাচ্চু হাসান খান প্রমুখ।

বক্তারা তারেক রহমানের বিরুদ্ধে প্রতিহিংসামূলক মামলা ও সাজা বাতিলের দাবি জানান। পরে তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 


মন্তব্য