kalerkantho


মঠবাড়িয়া সরকারি কলেজে জঙ্গিবাদবিরোধী সভা

আঞ্চলিক প্রতিনিধি, পিরোজপুর    

৩ সেপ্টেম্বর, ২০১৬ ১৪:৫৬মঠবাড়িয়া সরকারি কলেজে জঙ্গিবাদবিরোধী সভা

জঙ্গি ও সন্ত্রাসমুক্ত বাংলাদশে গড়তে সচতেনতা সৃষ্টি ও শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখার দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার পিরোজপুরের মঠবাড়িয়া সরকারি কলেজের উদ্যোগে কলেজ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

কলেজ অধ্যক্ষ মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সহকারী পুলিশ সুপার মো. শাহ নেওয়াজ, মঠবাড়িয়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান, প্রভাষক মোহসেনুল মান্না, প্রভাষক মো. আবুল কাশেম, কলেজ মসজিদের ঈমাম শামসুল হক, শিক্ষার্থী নূরে জান্নাত মীম, ছাত্র ইমন মিয়া প্রমুখ। বক্তারা জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে শিক্ষক ও শিক্ষার্থীদের সচেতন থাকার আহ্বান জানিয়ে শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

 


মন্তব্য