kalerkantho


ভেড়ামারায় ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২

কালের কণ্ঠ অনলাইন   

২ সেপ্টেম্বর, ২০১৬ ২২:২১ভেড়ামারায় ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২

কুষ্টিয়ার ভেড়ামারায় ট্রাক-সিএনজি সংঘর্ষে জলিল মাস্টার (৬৫) ও শওকত আলী (৬২) নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন। নিহত জলিল মাস্টার সদর উপজেলার খাজানগর গ্রামের মৃত সামসের মিস্ত্রির ছেলে ও শওকত আলী একই এলাকার চন্দ্র মিস্ত্রির ছেলে।

এ ঘটনায় সিএনজিচালক শরিফুল ইসলাম (৩৫) ও যাত্রী গোলেজান বেগম (৫০) রাজিয়া খাতুন (৫০) খলিলুর রহমান (৫৫) আহত হয়েছেন। আজ শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বারোমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া থেকে একটি মালবাহী ট্রাক কুষ্টিয়া-রাজশাহী মহাসড়ক দিয়ে পাবনার দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থকে আসা একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা দুই যাত্রী নিহত হন।

ভেড়ামারা মডেল থানার ওসি নুর হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।


মন্তব্য