kalerkantho


দিনাজপুরে জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সাংবাদিকদের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি   

২ সেপ্টেম্বর, ২০১৬ ১৬:৩১দিনাজপুরে জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সাংবাদিকদের মানববন্ধন

দিনাজপুরে জঙ্গি এবং সন্ত্রাসবাদের প্রতিবাদে  মানববন্ধন কর্মসুচি পালন করেছে বিভিন্ন প্রিন্ট এবং ইলেক্ট্রনিক্স মিডিয়ায় কর্মরত গণমাধ্যমের কর্মীরা। আজ শুক্রবার সকালে শহরের প্রেস ক্লাবের সন্মুখে  ‘নৈরাজ্য, সন্ত্রাস, জঙ্গীবাদ রুখবে বাংলাদেশ’ শীর্ষক ব্যানারে ওই মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা।

জঙ্গি এবং সন্ত্রাসবাদ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ্য ভাবে প্রতিরোধ গড়ার আহবান জানান তারা। এসময় বক্তব্য দেন প্রেস ক্লাবের সভাপতি চিত্ত ঘোষ, সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতা মির্জা আনোয়ারুল ইসলাম, হিন্দু এবং বৌদ্ধ, ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন প্রমুখ। 


মন্তব্য