kalerkantho


ফরিদপুরে সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের সুবর্ণজয়ন্তী উৎসব

নিজস্ব প্রতিবেদক,ফরিদপুর   

২ সেপ্টেম্বর, ২০১৬ ১৫:৩৮ফরিদপুরে সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের সুবর্ণজয়ন্তী উৎসব

উৎসবমুখর পরিবেশে ফরিদপুরের সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে আজ শুক্রবার সকালে শহরের ঝিলটুলী এলাকার কলেজ চত্বর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে আবার কলেজ চত্বরে গিয়ে শেষ হয়।

আনন্দ শোভাযাত্রায় অন্যদের মধ্যে অংশ নেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক হাসিনা বানু, ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. তমিজুল ইসলাম, উপাধ্যক্ষ রাখাল চন্দ্র চক্রবর্তী, কোতোয়ালি মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) বি এম মহিউদ্দিন প্রমুখ।

দিবসের অন্য কর্মসূচির মধ্যে রয়েছে বিকেলে কলেজ চত্বরে আলোচনা সভা, স্মৃতিচারণ, তথ্যচিত্র প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।


মন্তব্য