kalerkantho


বরিশালে নিখোঁজের তিন দিন পর লাশ উদ্ধার

কালের কণ্ঠ অনলাইন   

২ সেপ্টেম্বর, ২০১৬ ১৫:১৪বরিশালে নিখোঁজের তিন দিন পর লাশ উদ্ধার

বরিশাল জেলায় নিখোঁজের তিন দিন পর পুকুর থেকে ভাসমান অবস্থায় দুলাল মোল্লার (৫০) লাশ উদ্ধার করেছে পুলিশ। জেলার উজিরপুর উপজেলার কচুয়া গ্রামের একটি পুকুর থেকে শুক্রবার ১১টায় লাশটি উদ্ধার করা হয়। দুলাল মোল্লা ওই গ্রামের আমীর মোল্লার ছেলে।

উজিরপুর থানার ওসি গোলাম সরোয়ার জানান, দুলাল মোল্লা মঙ্গলবার রাত থেকে নিখোঁজ হন। শুক্রবার সকালে পাশ্ববর্তী বালি বাড়ির পুকুরে তার মৃতদেহ দেখে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরও জানান নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন ছিল না। ময়নাতদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানান ওসি গোলাম সারোয়ার। এদিকে নিহতের পরিবারের দাবি, দুলাল মোল্লা মানসিক বিকারগ্রস্ত ও মৃগী রোগী ছিলেন।


মন্তব্য