kalerkantho

শনিবার । ৩ ডিসেম্বর ২০১৬। ১৯ অগ্রহায়ণ ১৪২৩। ২ রবিউল আউয়াল ১৪৩৮।


কালিহাতীতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১৫

ভূঞাপুর(টাঙ্গাইল)প্রতিনিধি   

২ সেপ্টেম্বর, ২০১৬ ১৪:১০কালিহাতীতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১৫

কালিহাতী উপজেলার ধলাটেংগর নামক স্থানে ঢাকা-সিরাজগঞ্জ মহাসড়কে শুক্রবার সকাল ৭টার দিকে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। তিনি বাসটির হেলপার বলে জানা গেছে।

আহত হয়েছেন আরও ১৫ বাসযাত্রী।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মো. আছাবুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা নীলফামারীর ডুমুরিয়াগামী উল্লাস পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে ঢাকা গামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের হেলপার নিহত হন। নিহত হেলপারের নাম জানা যায়নি। আহত ১৫ বাসযাত্রীকে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


মন্তব্য