kalerkantho


ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় রিকশাচালক নিহত

কালের কণ্ঠ অনলাইন   

২ সেপ্টেম্বর, ২০১৬ ১১:১৬ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় রিকশাচালক নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় কুমিল্লা-সিলেট মহাসড়কে ট্রাকের চাপায় এক রিকশাচালক নিহত হয়েছেন। শুক্রবার (২ সেপ্টেম্বর) সকাল সোয়া ৮টার দিকে সুলতানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত রিকশাচালকের নাম-পরিচয় জানা যায়নি।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. মাঈনুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে  জানান, সুলতানপুর ফিলিং স্টেশনের সামনে দ্রুতগতির ট্রাক রিকশাটিকে চাপা দিলে দুর্ঘটনাস্থলেই এর চালক নিহত হন। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে ও ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি মো. মাঈনুর রহমান।


মন্তব্য