kalerkantho

বৃহস্পতিবার । ৮ ডিসেম্বর ২০১৬। ২৪ অগ্রহায়ণ ১৪২৩। ৭ রবিউল আউয়াল ১৪৩৮।


টেক্সাসে সড়ক দুর্ঘটনায় নিহত

ডালাস ও নিউ ইয়র্কে বাংলাদেশি সৌরভ দম্পতির জানাজা সম্পন্ন

সাবেদ সাথী, নিউ ইয়র্ক প্রতিনিধি    

২ সেপ্টেম্বর, ২০১৬ ০৯:১২ডালাস ও নিউ ইয়র্কে বাংলাদেশি সৌরভ দম্পতির জানাজা সম্পন্ন

যুক্তরাষ্ট্রে টেক্সাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশি মাহবুবুল ইসলাম সৌরভ দম্পতির দ্বিতীয় জানাজা স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় নিউ ইয়র্কের জামাইকা মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হয়। এর আগে গত বুধবার বাদ জোহর টেক্সাসের ডলাস রিচার্ডসন মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে।

ডালাস ও নিউ ইয়র্কে সৌরভ দম্পতির জানাজায় প্রচুর সংখ্যক প্রবাসী অংশগ্রহণ করেন। নিউ ইয়র্কের লং আইল্যান্ডের ওয়াশিংটন মেমোরিয়াল মুসলিম কবরস্থানে তাঁদের দাফন করা হবে।

গত শনিবার সন্ধ্যা ৮টার দিকে টেক্সাস অঙ্গরাজ্যের নরমাঙ্গি শহরের ৩৯ নম্বর মহাসড়কে দুই প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে মাহবুবুল সৌরভ ও তাঁর স্ত্রী সাফিনা সৌরভ দুর্ঘটনাস্থলেই নিহত হন। গাড়ির চালক মাহবুবুল সৌরভ দম্পতির ছেলে শাদাব সৌরভ দুর্ঘটনায় গুরুতর আহত হলে তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এখন পর্যন্ত চিকিৎসকরা তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। চিকিৎসকরা বলেছেন, শাদাব সৌরভকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে বেশ কিছুটা সময় লাগবে। কিছু পত্রিকায় এ দুর্ঘটনার খবরটি রবিবারের ঘটনা বলে উল্লেখ করা হয়েছে, তা সঠিক নয় বলে কালের কণ্ঠকে জানান মাহবুবুল সৌরভের ছোট ভাই রুহুলুল ইসলাম রুহেল। গত শনিবার সপরিবারে টেক্সাসে বেড়াতে গিয়েছিলেন সৌরভ দম্পতি এবং ওই দিনই সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে।

রুহেল আরো জানান, দুর্ঘটনায় পতিত অপর গাড়ির চালকও ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তার গার্লফ্রেন্ড গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।


মন্তব্য