kalerkantho


লক্ষ্মীপুরে ১৬৪ গ্রাহক পেল বিদ্যুৎ সংযোগ

লক্ষ্মীপুর প্রতিনিধি    

১ সেপ্টেম্বর, ২০১৬ ১৯:৪৬লক্ষ্মীপুরে ১৬৪ গ্রাহক পেল বিদ্যুৎ সংযোগ

লক্ষ্মীপুরে পল্লী বিদ্যুতায়নের আওতাভুক্ত হলো দুই গ্রামের আড়াই কিলোমিটার এলাকার ১৬৪ জন গ্রাহক। আজ বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের শ্রীরামপুর ও সৈয়দপুর গ্রামে এ বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন সংসদ সদস্য এ কে এম শাহাজাহান কামাল।

শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয় সমাজকর্মী নজরুল ইসলাম খানের সভাপতিত্বে ও দত্তপাড়া ইউপি চেয়ারম্যান আহসানুল কবির রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা পরিষদ প্রশাসক মোহাম্মদ শামছুল ইসলাম, লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ব্যবস্থাপক ইঞ্জিনিয়ার শাহজাহান কবির, জেলা আওয়ামী লীগ কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল মতলব, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামাল হোসেন প্রমুখ।

উল্লেখ্য, ২০ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা ব্যয়ে সদর উপজেলার শ্রীরামপুর ও সৈয়দপুর গ্রামে এ পল্লী বিদ্যুতের সংযোগ লাইন নির্মাণ করা হয়।

 


মন্তব্য