kalerkantho


ঈদের আগে বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে সাভারে শ্রমিক সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, সাভার (ঢাকা)   

১ সেপ্টেম্বর, ২০১৬ ১৮:৪০ঈদের আগে বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে সাভারে শ্রমিক সমাবেশ

আসন্ন ঈদুল আজহার আগে বকেয়া বেতন-ভাতা ও ঈদ বোনাস পরিশোধ, শ্রমিক ছাঁটাই ও নির্যাতন বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে সাভার বাজার বাস স্ট্যান্ডে ধসে পড়া রানা প্লাজার সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি বাজার বাস স্ট্যান্ডে ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে ফেডারেশন অফিসের সামনে গিয়ে শেষ হয়। ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি রফিকুল ইসলাম সুজনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সভাপতি সুমাইয়া ইসলাম, সহ সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন প্রমূখ।

বক্তারা বলেন, ঈদের আগে শ্রমিক কর্মচারীদের বকেয়া বেতন-ভাতা ও ঈদ বোনাস পরিশোধ করতে হবে। শ্রমিক ছাটাই ও নির্যাতন বন্ধ করতে হবে।

বক্তারা আরও বলেন, শ্রমিক ছাঁটাই-নির্যাতন দিন দিন বেড়েই চলেছে। শ্রমিকদের বিনা কারণে প্রতিনিয়ত ছাঁটাই করা হচ্ছে। সাভারের কলমার জিনজিরা এলাকায় অবস্থিত সিপিএম কম্পোজিট নীট প্রাইভেট লিমিটেডের চার শতাধিক শ্রমিকের বেতন ভাতা পরিশোধ না করে কর্তৃপক্ষ কারখানা বন্ধ ঘোষণা করেছে বলে অভিযোগ করেন তারা। আশুলিয়া পল্লী বিদ্যুৎ এলাকায় আরএন গার্মেন্ট লিমিটেডের ৫৬ জন শ্রমিককে ছাঁটাই করার অভিযোগ তুলে এসব ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয় সমাবেশ থেকে।


মন্তব্য