kalerkantho


কালকিনিতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১

মাদারীপুর প্রতিনিধি   

১ সেপ্টেম্বর, ২০১৬ ১৮:২১কালকিনিতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১

মাদারীপুরের কালকিনি উপজেলায় বাদাম খাওয়ানোর লোভ দেখিয়ে তৃতীয় শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আব্দুল কাদের হাওলাদার (৪৮) নামের একজনকে আটক করেছে পুলিশ। উপজেলার ডাসার থানার মাইজপাড়া ইউনিয়নের পশ্চিম মাইজপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। বুধবার দুপুরের এই ঘটনায় ডাসার থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে ঐ ছাত্রীর পরিবাবার।

জানা গেছে, স্কুল পড়ুয়া  শিশুটিকে একই এলাকার আব্দুল অহেদ হাওলাদারের ছেলে গ্রাম্য কবিরাজ আব্দুল কাদের হাওলাদার বাদাম খাওয়ার লোভ দেখিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে পাশের একটি বাগানে নিয়ে জোর করে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটির চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এলে আব্দুল কাদের হাওলাদার পালিয়ে যায়। খবর পেয়ে ডাসার থানা পুলিশ অভিযান চালিয়ে পলাতক কাদের আটক করে।

মেয়েটির বাবা-মা বলেন, ঘটনাটি থানায় জানিয়েছি। আমাদের মেয়ের সাথে যে এই ঘটনা ঘটিয়েছে তার কঠোর শাস্তি চাই।

এ ব্যাপারের ডাসার থানার ওসি এমদাদুল হক বলেন, ওই শিশুটিকে ধর্ষণের চেষ্টার ঘটনার অভিযোগে আমরা কাদেরকে আটক করেছি। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


মন্তব্য