kalerkantho


ঝালকাঠিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঝালকাঠি প্রতিনিধি   

১ সেপ্টেম্বর, ২০১৬ ১৭:২৯ঝালকাঠিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নানা কর্মসূচির মধ্য দিয়ে ঝালকাঠিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে শহরের ফায়ার সার্ভিস সড়কের জেলা বিএনপির কার্যালয়ের সামনে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন নেতাকর্মীরা।

সকাল ১১টায় দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের নিয়ে কেক কাটেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা কামাল মন্টু, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর,  সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পি প্রমুখ। পরে দলীয় কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় পুলিশি বেষ্টনির মধ্যে সংক্ষিপ্ত সমাবেশ করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ঝালকাঠি থানার ওসি আবদুল হালিম তালুকদার বলেন, "শান্তিশৃঙ্খলা ভঙ্গ হতে পারে বিধায় বিএনপির শোভাযাত্রাটি শহরের মধ্যে যেতে দেওয়া হয়নি।"

 


মন্তব্য