kalerkantho


৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে বিএনপির কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর    

১ সেপ্টেম্বর, ২০১৬ ১৭:২৫৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে বিএনপির কর্মসূচি

৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে জেলা বিএনপির উদ্যোগে সমাবেশ ও শোভাযাত্রার আয়োজন করা হয়। আজ বৃহস্পতিবার সকালে শহরের অম্বিকা ময়দানে এ কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেছ আলী ইছা, শহীদ পারভেজ, আজম খান, রশিদুল ইসলাম লিটন, জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, গণতন্ত্রহীন বর্তমান সময় জাতি এক মহা দুঃসময় পার করছে। শহীদ জিয়ার আদর্শের সৈনিকরা বসে থাকতে পারে না। তাঁরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন গড়ে তুলবে বলে বক্তারা উল্লেখ করেন।

পরে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি মুজিব সড়ক হয়ে ফরিদপুর প্রেসক্লাবের সামনে পৌঁছালে পুলিশ শোভাযাত্রার গতিরোধ করে। পরে নেতৃবৃন্দ সেখানেই কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।

 


মন্তব্য