kalerkantho


নালিতাবাড়ীতে ভীমরুলের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু; আহত ৫

শেরপুর প্রতিনিধি   

১ সেপ্টেম্বর, ২০১৬ ১৭:২৩নালিতাবাড়ীতে ভীমরুলের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু; আহত ৫

শেরপুরের নালিতাবাড়ীতে ভীমরুলের কামড়ে ৯ বছর বয়সী এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৫ পথচারী আহত হয়েছেন। নিহত রিয়াজুল ইসলাম রিসান নালিতাবাড়ী সেজুঁতি বিদ্যানিকেতনের তৃতীয় শ্রেনীর ছাত্র। সে উপজেলার গোল্লারপাড় গ্রামের বস্ত্র ব্যবসায়ী সুরুজ মিয়ার ছেলে।

নিহতের পিতা বস্ত্র ব্যবসায়ী সুরুজ মিয়া জানান, বুধবার বিকেলে তার ছেলে রিসান স্কুল থেকে ফিরে এক বন্ধুর সাথে সাইকেলে ঘুরতে বের হয়। বাড়ির অদূরে একটি গাছের ডালে ভীমরুলের চাক দেখতে পেয়ে কৌতুহল বশত ঢিল ছুঁড়ে। এ সময় ঝাঁক বেঁধে ভীমরুলগুলো তাকে আক্রমন করে। ভীমরুলের হুলে মারাত্মক আহত হয় রিসান। তাকে রক্ষা করতে গিয়ে আহত হয় আরও পাঁচজন। পরে তাদের উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে পরে রাত ৮ টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পর রিসান মারা যায়।

আজ বৃহষ্পতিবার সকাল ৯ টায় নিজ বাড়িতে জানাযা শেষে তাকে শাহী মসজিদ গোরস্থানে দাফন করা হয়। রিসানের করুন মৃত্যুতে সেঁজুতি বিদ্যানিকেতন বন্ধ ঘোষণা করে শিক্ষক ও শিক্ষার্থীরা শোক কর্মসূচী পালন করেন।


মন্তব্য