kalerkantho


ফরিদপুরে কওমি মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের জঙ্গিবাদবিরোধী মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর    

১ সেপ্টেম্বর, ২০১৬ ১৭:২২ফরিদপুরে কওমি মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের জঙ্গিবাদবিরোধী মানববন্ধন

ফরিদপুরে কওমি মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী মানববন্ধন ও দোয়া কর্মর্সূচি পালন করেছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ফরিদপুর প্রেসক্লাবের সামনের মুজিব সড়কে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচি চলাকালে অন্যদের মধ্যে বক্তব্য দেন মুফতি মুনসুর আহমেদ, মাওলানা আব্দুল কাইউম, মুফতি জাফর আহমেদ, মাওলানা আব্দুস সাত্তার, খবীর আহমেদ প্রমুখ। বক্তারা বলেন, ইসলাম শান্তির ধর্ম। ‌এখানে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোনো স্থান নেই। পরে মাওলানা আবুল হোসেন দেশকে সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত করতে মোনাজাত পরিচালনা করেন।

 


মন্তব্য