kalerkantho


লক্ষ্মীপুরে ৩টি এলজি-গুলিসহ ৪ যুবক আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি   

৩ এপ্রিল, ২০১৬ ১৪:৪২লক্ষ্মীপুরে ৩টি এলজি-গুলিসহ ৪ যুবক আটক

লক্ষ্মীপুর সদর উপজেলার পূর্ব আলাদাদপুর গ্রাম থেকে ৪ যুবককে আটক করেছে র‌্যাব। এ সময় তিনটি দেশীয় তৈরি এলজি ও ৪ রাউন্ড গুলি জব্দ করা হয়। রবিবার (৩ এপ্রিল) দুপুরে র‌্যাব-১১-এর লক্ষ্মীপুর ক্যাম্পের কম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার নরেশ চাকমা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

আটকরা হলেন, উপজেলার পূর্ব আলাদাদপুর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে মনির হোসেন, সাহাব উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম, মনোহরপুর গ্রামের গিয়াস উদ্দিন মামুনের ছেলে ফাহাদ বিন আবদুল আজিজ ও নুর মোহাম্মদের ছেলে জাহিদ হাছান জনি।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-১১-এর লক্ষ্মীপুর ক্যাম্পের লে. কমান্ডার মো. গোলজার হোসেনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (৩ এপ্রিল) ভোরে লক্ষ্মীপুরের পূর্ব আলাদাদপুর গ্রামে অভিযান চালানো হয়। এ সময় স্থানীয় ডাক্তার বাড়ির মনির হোসেনের বসতঘর থেকে চারজনকে আটক করা হয়। এ সময় ঘরের কাঠের চৌকির নিচ থেকে ৩টি দেশীয় এলজি ও ৪ রাউন্ড ১২ বোর শটগানের কার্তুজ জব্দ করা হয়। এ ঘটনায় চন্দ্রগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

 


মন্তব্য