kalerkantho


পারিবারিক বিরোধে স্কুলছাত্র খুন, মা-ভাই জখম

কালের কণ্ঠ অনলাইন   

৩ এপ্রিল, ২০১৬ ১২:৫৫পারিবারিক বিরোধে স্কুলছাত্র খুন, মা-ভাই জখম

জেলার হাতীবান্ধার আমঝোল গ্রামে পারিবারিক বিরোধের জেরে ইব্রাহিম (১৪) নামে এক নবম শ্রেণির স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় তার মা ও ছোট ভাইকে কুপিয়ে জখম করা হয়েছে। শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আমঝোল গ্রামের নান্নু মিয়ার সাথে তার প্রতিবেশী দেলোয়ারের পারিবারিক বিরোধ চলছিল। এরই জেরে গত রাতে ঘাতক নান্নু মিয়া ও তার লোকজন দেলোয়ারের অনুপস্থিতে তার ছেলে ইব্রাহিম (১৪), পঞ্চম শ্রেণির ছাত্র আবুবক্কর (১১) ও তাদের মা ধওনি বেগমকে (৩৬) কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। এতে ঘটনাস্থলেই ইব্রাহিম হোসেন নিহত হন।

পরে আশঙ্কাজনক অবস্থায় অন্য দুজনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি। হাতিবান্ধা থানার ওসি আব্দুল মতিন জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 


মন্তব্য