kalerkantho


বরিশালে এইচএসসি পরীক্ষার্থী ৬৩ হাজার

কালের কণ্ঠ অনলাইন   

৩ এপ্রিল, ২০১৬ ১০:৫৯বরিশালে এইচএসসি পরীক্ষার্থী ৬৩ হাজার

এবারের এইচএসসি পরীক্ষায় বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ৬২ হাজার ৪৮১ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র ৩২ হাজার ৬৭৯ এবং ছাত্রী ২৯ হাজার ৮০২ জন। বরিশাল বোর্ডের আওতায় ১০৯টি কেন্দ্রে ৩১৫টি কলেজের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করবে। আজ রবিবার সারা দেশের মতো একযোগে এ পরীক্ষা শুরু হতে যাচ্ছে।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, অংশগ্রহণকারীদের মধ্যে বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায় শিক্ষায় এবার বরিশালসহ ৬ জেলায় মোট পরীক্ষার্থী ৬২ হাজার ৪৮১ জন। বরিশাল জেলায় পরীক্ষার্থী ২২ হাজার ৫০৪ জন, ঝালকাঠী ৫ হাজার ১৯৬ জন, পিরোজপুরে ৮ হাজার ৬০৬ জন, পটুয়াখালী ১১ হাজার ৪১৯ জন, বরগুনা ৬ হাজার ৬৩৭ জন এবং ভোলায় ৮ হাজার ১১৯ জন। অনিয়মিত পরীক্ষার্থী রয়েছে ১৩ হাজার ৯৭৭ জন এবং প্রাইভেট পরীক্ষার্থী ৩৫ জন।

এ ছাড়া জিপিএ ৫ প্রাপ্ত উন্নয়ন পরীক্ষার্থী রয়েছে ২১১ জন। বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মুহাম্মদ জিয়াউল হক জানান, গতবারের চেয়ে এবার বরিশালে পরীক্ষার্থীর সংখ্যা বেশি। এবার পরীক্ষা সুষ্ঠু, সুন্দর এবং নকলমুক্ত করতে ৫১ ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে।

 


মন্তব্য