মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুইপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হাসান বেপারীর (৩০) মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত হাসান মাদারীপুর সদর উপজেলার হুমলী গ্রামের বাহাদুর বেপারীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সানোয়ার হোসেন এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাহেব আলী নির্বাচনে অংশগ্রহণ করলেও দুই প্রার্থীই পরাজিত হয়। এ নিয়ে দুইপক্ষের সমর্থকদের মধ্যে ক্ষোভ বিরাজ করে। এরই জের ধরে গতকাল শুক্রবার দুইপক্ষের সংঘর্ষে সাহেব আলী পক্ষের হাসান বেপারী গুলিবিদ্ধ হয়। পরে গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসাপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার সকালে মারা যান তিনি।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউল মোর্শেদ এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের