kalerkantho


সেন্টমার্টিন্স দ্বীপে আটকা পড়া ১০৯ জন পর্যটক ফিরেছেন

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার   

২ এপ্রিল, ২০১৬ ১৯:২২সেন্টমার্টিন্স দ্বীপে আটকা পড়া ১০৯ জন পর্যটক ফিরেছেন

সেন্টমার্টিন্স দ্বীপে বেড়াতে গিয়ে আটকা পড়া ১০৯ জন পর্যটক আজ শনিবার নিরাপদে টেকনাফে ফিরে এসেছেন। গত বৃহষ্পতিবার কয়েকটি পর্যটক জাহাজে করে সেন্টমার্টিন্স দ্বীপ ভ্রমণে যাওয়া সহস্রাধিক পর্যটকের মধ্যে ১০৯ জন পর্যটক দ্বীপে অবস্থান করছিলেন। তাদের অধিকাংশই গতকাল শুক্রবার ফিরে আসার কথা ছিল।

কিন্তু আকস্মিক আবহাওয়া দুর্যোগপূর্ণ হয়ে পড়ায় গতকাল শুক্রবার পর্যটক জাহাজগুলোর চলাচল বন্ধ করে দেয় টেকনাফ উপজেলা প্রশাসন। এ কারণে সেন্টমার্টিন্স দ্বীপ থেকে ফিরতে ইচ্ছুক পর্যটকরা আটকা পড়ে যান। আজও সামুদ্রিক বন্দর এবং উপকূলীয় এলাকায় আবহাওয়ার ৩ নম্বর সতর্ক সংকেত অব্যাহত থাকায় পর্যটক জাহাজগুলো চলাচল করেনি।

তবে ইঞ্জিনচালিত যাত্রীবাহী কাঠের নৌকা করে আজ শনিবার পর্যটকরা নিরাপদে টেকনাফে ফিরে এসেছেন। এ প্রসঙ্গে সেন্টমার্টিন্স দ্বীপ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান নুর আহমদ কালের কণ্ঠকে জানান, দ্বীপের সাথে আজও পর্যটক জাহাজগুলো চলাচল না করলেও নিরাপদে দ্বীপ ছেড়েছেন ১০৯ জন পর্যটক। সেই সাথে কাঠের নৌকায় করে আজ আরো ২০/২৫ জন পর্যটক দ্বীপেও এসেছেন।

তিনি আরো জানান, আবহাওয়ার সতর্ক সংকেত থাকলেও বাতাসের প্রবাহে জোর না থাকায় সাগর শান্ত রয়েছে।

 


মন্তব্য