kalerkantho


দিনাজপুরে বিশ্ব অটিজম দিবসে র‌্যালি, আলোচনা সভা

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি   

২ এপ্রিল, ২০১৬ ১৭:৩০দিনাজপুরে বিশ্ব অটিজম দিবসে র‌্যালি, আলোচনা সভা

'' স্নায়ু বিকাশের ভিন্নতার একীভূত সমাধান'' এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে পালিত হয়েছে বিশ্ব অটিজম সচেতনতা দিবস। দিবসটি পালনে তিন দিনের কর্মসূচির মধ্যে আজ শনিবার সকালে বর্নাঢ্য র‌্যালি শেষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে অংশ নেয় সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাসহ শিক্ষার্থীরা।

দিনাজপুর ইন্সিটিটিউট চত্বর থেকে বাদ্যবাজনাসহ ব্যানার, ফেষ্টুন নিয়ে বর্নাঢ্য র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপরে শিশু একাডেমীর মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর খায়রুল আলম, পুলিশ সুপার রুহুল আমীন, সিভিল সার্জন ডাঃ অমলেন্দু বিশ্বাস এবং সমাজসেবা অধিপ্তরের উপ পরিচালক ষ্টেফেন মুর্ম্মুসহ অন্যান্যরা। সভা শেষে অটিজম শিশুদের শিক্ষা এবং খেলাধুলার জন্য বিভিন্ন উপকরণ তুলে দেন অতিথিরা।


মন্তব্য