kalerkantho


সলঙ্গায় ট্রাক উল্টে চালক ও হেলপারসহ পাঁচজন আহত

সিরাজগঞ্জ প্রতিনিধি    

২ এপ্রিল, ২০১৬ ১৬:০৭সলঙ্গায় ট্রাক উল্টে চালক ও হেলপারসহ পাঁচজন আহত

সিরাজগঞ্জে সলঙ্গায় ট্রাক উল্টে চালক ও হেলপারসহ পাঁচজন আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ সময় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ বন্ধ হয়ে যায়। আজ শনিবার সকালে মহাসড়কে উপজেলার রয়হাটিতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকাল ১১টায় বগুড়া থেকে ঢাকাগামী একটি কাঠবোঝাই ট্রাক উল্টে যায়। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে ও সলঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা পর ট্রাকটি সরিয়ে নিলে যানচলাচল স্বাভাবিক হয়।

 


মন্তব্য