kalerkantho


অটিজম সচেতনা দিবস উপলক্ষে গোপালগঞ্জে শোভাযাত্রা

গোপালগঞ্জ প্রতিনিধি    

২ এপ্রিল, ২০১৬ ১৪:১৩অটিজম সচেতনা দিবস উপলক্ষে গোপালগঞ্জে শোভাযাত্রা

নবম বিশ্ব অটিজম সচেতনা দিবস উপলক্ষে গোপালগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

কর্মসূচিতে জেলা আওয়ামী লীগ, জেলা প্রশাসন, সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তা এবং প্রতিবন্ধী স্কুল ও সরকারি শিশু পরিবারের শিক্ষার্থীরা অংশ নেয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. খলিলুর রহমান। সভাপতিত্ব করেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক সমীর মল্লিক। সভায় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বক্তব্য দেন

 


মন্তব্য