kalerkantho


যশোরে নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ যুবকের মৃত্যু

কালের কণ্ঠ অনলাইন   

২ এপ্রিল, ২০১৬ ১১:৩৮যশোরে নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ যুবকের মৃত্যু

যশোরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতায় গুলিবিদ্ধ ইকবাল হোসেন (২৮) মারা গেছেন। আজ শনিবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত ২৯ মার্চ গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। ইকবাল যশোর সদরের টেকহাটি গ্রামের আজিজুর রহমানের ছেলে।

নিহতের স্ত্রী মৌসুমী জানান, গত ২৮ মার্চ রাতে যশোরের টেকহাটি গ্রামে নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ইকবাল একটি চায়ের দোকানে বসে থাকা অবস্থায় গুলিবিদ্ধ হন।  প্রথমে তাকে স্থানীয় হাসপাতাল ও পরে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। ঢামেক পুলিশ ক্যাম্পের এএসআই বাবুল মিয়া এ বিষয়টি নিশ্চিত করেছেন।

 


মন্তব্য