kalerkantho


কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

কালের কণ্ঠ অনলাইন   

১ এপ্রিল, ২০১৬ ২১:৫৩কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

ঝিনাইদহের কালীগঞ্জে অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পরম আলী বিশ্বাস (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেলে উপজেলার বলাকান্দর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত পরম আলী বিশ্বাস উপজেলার মল্লিকপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে।

কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, শুক্রবার বিকেল ৫টার দিকে মোটরসাইকেল চালিয়ে কালীগঞ্জ শহর থেকে বাড়ি ফিরছিলেন পরম আলী। তিনি উপজেলার বলাকান্দর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন পরম আলী। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে মারা যান তিনি।

 


মন্তব্য