kalerkantho


কেরানীগঞ্জে বাসচাপায় স্ত্রী নিহত, স্বামী আহত

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি    

১ এপ্রিল, ২০১৬ ১৮:৩৫কেরানীগঞ্জে বাসচাপায় স্ত্রী নিহত, স্বামী আহত

ঢাকার কেরানীগঞ্জে স্বামীর সঙ্গে ঘুরতে বেরিয়ে যাত্রীবাহী বাসের চাপায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন লাকি আক্তার (২০) নামে এক গৃহবধূ। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন স্বামী নাহিদ হোসেন (২৭)। আজ শুক্রবার দুপুরে উপজেলার চুনকুটিয়া বেগুনবাড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, আজ শুক্রবার দুপুরে নাহিদ-লাকি দম্পতি শুভাঢ্যা ইউনিয়নের জিয়ানগরের নিজ বাড়ি থেকে পার্শ্ববর্তী একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠানে যোগ দেন। সেখানে খাওয়া-দাওয়া শেষে তাঁরা রাজধানীর উদ্দেশে মোটরসাইকেল নিয়ে বেড়াতে বের হন। বেগুনবাড়ি সড়কে জ্যামে মোটরসাইকেল থেমে থাকা অবস্থায় পেছন থেকে একটি যাত্রীবাহী বাস তাঁদেরকে ধাক্কা দিলে তারা দুইজনই সড়কে ছিটকে পড়েন।

এ সময় যাত্রীবাহী বাসটি লাকির মাথার উপর দিয়ে দ্রুত চলে  গেলে ঘটনাস্থলেই মারা যান তিনি। এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় স্বামী নাহিদ হোসেনকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মনিরুল ইসলাম জানান, বাসটি আটক করা হয়েছে। তবে পালিয়ে গেছে এর চালক ও সহকারী।

 


মন্তব্য