kalerkantho


সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে মধু আহরণ শুরু

কালের কণ্ঠ অনলাইন   

১ এপ্রিল, ২০১৬ ১৭:১৬সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে মধু আহরণ শুরু

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে মধু আহরণ মৌসুম শুরু হয়েছে।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীতে আজ শুক্রবার দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানে বন সংরক্ষক জাহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে মধু আহরণ মৌসুমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার, মুন্সীগঞ্জ ইউপির প্যানেল চেয়ারম্যান বকুল হোসেন, সাবেক চেয়ারম্যান অসীম কুমার প্রমুখ।
বন সংরক্ষক জাহিদুল ইসলাম জানান, চলতি মৌসুমে সাতক্ষীরা রেঞ্জ থেকে মৌয়ালদের ১৯টি পাশ দেওয়া হয়েছে। ১৯টি পাশের মাধ্যমে ১৬২ জন মৌয়াল মধু সংগ্রহে সুন্দরবনে প্রবেশ করবে।
তিনি আরও জানান, এবছর মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১২১ দশমিক ৫০ কুইন্টাল এবং মোম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩০ দশমিক ৭৮ কুইন্টাল।


মন্তব্য