kalerkantho


সাড়ে আট ঘণ্টা পর বিদ্যুৎ ফিরেছে বরিশালে

কালের কণ্ঠ অনলাইন   

১ এপ্রিল, ২০১৬ ১৭:০০সাড়ে আট ঘণ্টা পর বিদ্যুৎ ফিরেছে বরিশালে

কালবৈশাখী ঝড়ে সরবরাহ লাইন ক্ষতিগ্রস্ত হয়ে বন্ধ হয়ে যাওয়ার সাড়ে আট ঘণ্টা পর বরিশাল শহরে বিদ্যুৎ ফিরেছে।

এ ব্যাপারে জানতে চাইলে আজ শুক্রবার বরিশালের ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কম্পানির (ওজোপাডিকো) তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. ইখতিয়ার উদ্দিন বলেন, রাতের ঝড়ের সময় নগরীর বিভিন্ন স্থানে তার ছিঁড়ে গেলে বিতরণ লাইনে সমস্যা সৃষ্টি হয়। এ কারণে রাত ৩টার দিকে শহরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। লাইনের ত্রুটি মেরামতের পর বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।

এদিকে ঝড়ে কিছু গাছ ভেঙে পড়লেও নগরীতে বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে।


মন্তব্য